প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৮:২৯ প্রিন্ট সংস্করণ
কম্পিউটার দোকানে জাল নাগরিক সনদপত্র তৈরির অভিযোগ বহু পুরনো। পৌরসভা বা ইউপি কার্যালয়ের নিকটবর্তী কম্পিউটার দোকানগুলোতে হারহামেশা মিলে জাল সনদপত্র। অসাধু দোকানিরা বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে এসব জাল সনদ বিক্রি করেন।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এমনই অপরাধে পৌরসভা কার্যালয়ের পার্শ্ববর্তী মার্কেটে এক কম্পিউটার দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী পৌরসভা সদরস্থ সিটি সেন্টারে ওসমান মোবাইল সিটি নামক কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে দোকানটির মালিক ওসমান আলীকে আটক করা হয়েছে। এসময় দোকানের কম্পিউটার, হার্ডডিস্ক ও বিভিন্ন ধরনের জাল সনদ জব্দ করে দোকানটি সিলগালা করা হয়েছে।
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ওই কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে দেখা যায় পৌরসভা থেকে যে সনদগুলো দেওয়া হয় সে সকল ধরনের সনদের জাল সনদ তৈরি করে পৌরসভার নকল সিল দিয়ে বিক্রি করা হচ্ছে। জন্মসনদ সংশোধনের ক্ষেত্রে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগে। জন্মসনদে সংশোধন প্রয়োজন হলে আমি পৌরসভার প্রশাসক হিসেবে জন্মসনদ সংশোধন করতে পারছিনা অথচ এরা প্রক্সি সার্ভার দিয়ে কক্সবাজার সহ অন্য এলাকার ঠিকানা দিয়ে জন্মসনদ সংশোধন করে দিচ্ছে। জন্ম ও মৃত্যু সনদ, জাতীয়তা সনদ সহ বিভিন্ন জালিয়াতির প্রমাণ মিলেছে। আটক ওসমান আলী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”