চট্টগ্রাম

দোহাজারী পৌরসভায় নবযোগদানকৃত প্রশাসকের মতবিনিময়

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:৩৯:০৩ প্রিন্ট সংস্করণ

দোহাজারী পৌরসভায় নবযোগদানকৃত প্রশাসকের মতবিনিময়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় পৌর প্রশাসকের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নবযোগদানকৃত পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাসছুদ্দিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, টিকাদানকারী আইভিন আফরোজ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন সহ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী।

মতবিনিময় সভায় পৌর প্রশাসক ডিপ্লোম্যাসি চাকমা কর্মকর্তাদের তথ্য ভিত্তিক বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ শেষে তাঁদেরকে নিবেদিত হয়ে আইন ও বিধি মোতাবেক নাগরিকসেবা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও খবর

Sponsered content