চট্টগ্রাম

দোহাজারী পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:২৮:২২ প্রিন্ট সংস্করণ

দোহাজারী পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোহাজারী পৌরসভা সদরস্থ সিটি সেন্টার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, সাবেক যোগাযোগ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। উদ্বোধক ছিলেন যুক্তরাষ্ট্র এলডিপি’র সভাপতি ও কেন্দ্রীয় এলডিপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম.এ জাফর।

দোহাজারী পৌরসভা এলডিপি’র আহবায়ক মুহাম্মদ লেয়াকত আলীর সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি পলাশ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আকতারুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপি’র সদস্য সচিব আবু নাছির মো. সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ, সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল করিম রানা, গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম নিক্সন, সাধারণ সম্পাদক জাকের মাওলা, গনতান্ত্রিক শ্রমিকদল সভাপতি মো. আনিস, সাধারণ সম্পাদক আবু তৈয়্যব প্রমুখ।

আরও খবর

Sponsered content