বাংলাদেশ

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে’

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ৪:৩৯:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা ধরনের জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নৌকা মার্কাকে বিজয়ী করে সোনার বাংলা বাস্তবায়িত করব, এ প্রত্যাশা করি।

শনিবার (৮ মার্চ) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বহুবার বলেছি, যে জাতি রক্ত দিতে শিখেছে, তাদের কেউ দাবায়ে রাখতে পারে না। শাসনতন্ত্রে মৌলিক অধিকার, জাতীয়তাবাদের গ্যারান্টি দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজম্ম যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সমাজ বির্নিমাণ করতে পারে, তাহলে আমার জীবন ও শহিদের রক্ত সার্থক হবে।

আরও খবর

Sponsered content

Powered by