রংপুর

দ্বিতীয় পর্যায়ে ডিমলায় ১৫০টি গৃহের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

 ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের বরাদ্দ আরো ১৫০টি গৃহের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী -১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এবং নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এবং খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের সার্বিক সহযোগিতায় উক্ত ইউনিয়নের বন্দরখড়িবাড়ী গ্রামে ভিত্তিপ্রস্তর ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা ছিদ্দিকা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, আমার বাড়ি আমার খামার পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ইমরুল কায়েস, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by