রাজশাহী

ধামইরহাটে পৌর বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৮:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির উদ্যোগে ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানের সহযোগিতায় অসহায়-দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব ৬৫০ জন অসহায়-দুস্থদের মাঝে আটা, মশুরডাল, আলু ও ভোজ্য তেল বিতরণ করেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। এ সময় নওগাঁ জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ও পতœীতলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন পলি, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সদস্য ও ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, ধামইরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফেরদৌস খান, আহবায়ক সদস্য আ. রব, আহবায়ক সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, জেলা যুবদলের সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল করিম মুসা, পৌর বিএনপির আহবায়ক সদস্য শহিদুল ইসলাম সরকার, আহবায়ক সদস্য কাউন্সিলর রেজুয়ান হোসেন রঞ্জু, পৌর বিএনপির মহিলা সভানেত্রী বেলী খাতুন, বিএনপি নেতা মাহফুজার রহমান চৌধুরী রুবেল প্রমুখ।

আরও খবর

Sponsered content