প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৬:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময়কালে তিনি আগামী নির্বাচনে ধুনট পৌরসভার মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করার আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন। পৌরসভা নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করবেন। পৌরবাসী দায়িত্ব দিলে তিনি তাদের যথাযথ সম্মান রক্ষা করে নাগরিক সুরক্ষা নিশ্চিত করবেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম চাঁন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, সাংবাদিক ইমদাদুল হক ইমরান, মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও ছাত্রলীগ নেতা তপু প্রমুখ।