দেশজুড়ে

ধোবাউড়ায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:২১:০১ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন দেশের চলমান করোনা ভাইরাস মোকাবেলায় আমরা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রস্তাব করেছিলাম কিন্তু তারা তা প্রত্যাখান করেছে,তারা চাল ও ত্রাণ চুরি নিয়ে ব্যস্ত।

শুক্রবার দুপুরে ধোবাউড়ায় কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।করোনা ভাইরাস মোকাবেলায় ধোবাউড়ায় তিনি ৫০০ মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছেন।পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মফিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, বিএনপি নেতা আ:কুদ্দুস, আবুল কাশেম ডলার, আমিনুল ইসলাম, কৃষকদলের যুগ্ন আহবায়ক নয়ন মন্ডল, হযরত আলী, যুবদল নেতা ফরহাদ আল রাজি, মাসুদ, ছাত্রদল নেতা কামরুল ইসলাম সুমন, পলাশ প্রমূখ।

আরও খবর

Sponsered content