প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৭:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় এসএসসি ও সমমানের পরিক্ষায় প্রকাশিত ফলাফল সন্তোষজনক নয়।পাশের হার ৬৯ ভাগ। জিপিএ–৫ পেয়েছে মাত্র ১২ জন শিক্ষার্থী। প্রাপ্ত ফলাফলে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে সচেতন মহলে।
২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরিক্ষায় ধোবাউড়া উপজেলায় মোট ১৪০৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। তাদের মাঝে কৃতকার্য হয়েছে ৯৭৪ জন। ধোবাউড়া সদরে অবস্থিত একমাত্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে মাত্র দুইজন শিক্ষার্থী। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।