প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৪:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে ধোবাউড়া থানা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে থানা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, সদর ইউনিয়ন সভাপতি মনোয়ার হোসেন রিপন, ওসি(তদন্ত) চাঁদ মিয়া, মহিলা শ্রমিকলীগের সভাপতি মিনারা বেগম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমূখ।
বক্তারা ধর্ষণ প্রতিরোধে সবাই সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।