রাজশাহী

নওগাঁ-৬ আসনে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে ভোটারদের ভিড়

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ১১:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় নির্ধারিত সময়ের আগেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগে কেন্দ্রে এসে উপস্থিত হন। এরপর উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তারা ভোটাধিকার প্রয়োগ করেন। রানীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, এই আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল (নৌকা), বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) এবং ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম রুবেল (আম)।

দুই উপজেলার ১৬টি ইউনিয়নে মোট ১০৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে রানীনগর উপজেলায় ৪৯টি ও আত্রাই উপজেলায় ৫৫টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৭২১টি। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ছয় হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের (পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার) নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১০ থেকে ১২ জন করে আনসার সদস্য নিয়োজিত আছে। উপজেলায় আরও একটি করে স্ট্রাইকিং টিম এবং একটি করে মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

 

রিসা ইসলাম সিনথিয়া, আশফাক ও আফসার হোসেন জানান, এই প্রথম তারা ইভিএমের মাধ্যমে ভোট দিলেন। ভোট দিতে গিয়ে তারা সমস্যায় পড়লেও কেন্দ্রে দায়িত্বরতরা সহযোগিতা করেছেন। প্রথমে অবশ্য এ মেশিনে ভোট দিতে গিয়ে একটু ভয় লাগছিল। তবে কাগজে সিল দেয়ার চেয়ে মেশিনে অনেক সহজ মনে হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ভালো দেখা যাচ্ছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। আমার বিশ্বাস এ দুই উপজেলার মানুষ স্বতস্ফুর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

 

রানীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ৬২৯ জন। ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ইতোমধ্যে ২০-২৫ শতাংশ ভোট প্রদান করা হয়েছে। আরও ভোটাররা আসছেন।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content