প্রতিনিধি ৬ জুলাই ২০২৪ , ৭:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ
কেউ কেউ বলছেন, বিএনপি’র আন্দোলন কি আবার নতুন করে শুরু হবে। নতুন করে নয়, বিএনপির আন্দোলন চলমান রয়েছে, আন্দোলন চলছে, চলবে। ২৮ অক্টোবর আন্দোলনের কবর রচিত হওয়ার যে মিথ্যা প্রপোগান্ডা তা ইতোমধ্যে ভুল প্রমাণিত হয়েছে। সরকার দিশেহারা হয়েছে বলেই উলট পালট বকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
একের পর এক ভিন্ন ইস্যু তৈরী করে ভারতকে করিডোর দিয়ে দেশকে পরাধীন করে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ক্ষমতায় বসানোর প্রতিদান স্বরূপ নেক্কারজনক কর্মকান্ডের একটি উদাহরণ হিসেবে বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ জুলাই) চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
আমীর খসরু বলেন, দেশে বিশেষ আওয়ামী অর্থনীতির গালগপ্প চলছে। অর্থ পাচার আর দুর্নীতিতে নিমজ্জিত বর্তমান সরকার দেশকে বর্গা দিয়ে রেখেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্রকে কবর দিয়ে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার নীল নকশা বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, এবার ধাক্কা সামলাতে পারবেনা। অনেক কুটকৌশল করেও নিজেদের ঘৃণ্য চেহারা ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে অবৈধ সরকার। জনগন তাদের আসল চরিত্র চিনে গেছে। হামলা মামলা গুম খুনে আর ক্ষমতা দীর্ঘায়িত করা যাবেনা। বিদেশী প্রভুদের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সঁপে দিয়ে চিরদিন ক্ষমতায় টিকে থাকার দিবাস্বপ্ন জনগণ সফল হতে দিবে না।
খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে দেশের ৯৫ভাগ মানুষের চাওয়া-পাওয়াকে সম্মান দিন। নতুবা জনগণ আপনাদেরকে একদিন ঝেটিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করবে।
আমীর খসরু বলেন, আমি একটা কথা বলতে চাই, অন্যায় যখন আইনে পরিণত হয়, প্রতিরোধ তখন অপরিহার্য। বাংলাদেশে কোন বিচার আছে? নাই। যেখানে কোন বিচার নাই এখানে প্রতিবাদ করে কোন লাভ আছে। তাহলে প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত, নেতাকর্মীরা কেউ হাল ছাড়ে নাই। ঘরবাড়ি ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি গেছে, জীবন দিয়েছে মামলার পর মামলা করে যাচ্ছে। পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। কেউ হাল ছাড়ে নাই, আরও বেশি শক্তিশালী হয়েছে।
বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে ও সভার সমন্বয়কারী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, ডাঃ শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, এরশাদ উল্লাহ, নাজিমুর রহমান, আব্দুস সাত্তার, এসকে খোদা তোতন, কাজী বেলাল, মোশারফ হোসেন দীপ্তি প্রমুখ।