দেশজুড়ে

নতুন নেতৃত্বে ইবি তরুণ কলাম লেখক ফোরাম

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৭:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

ইবি প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২০-২১ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ব্যাবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান সভাপতি ও আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস এ এইচ ওয়ালীউল­াহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বহস্পতিবার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি অনুমােদন দেওয়া হয়েছে। সভাপতি ও সম্পাদককে ৭ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হলো।
সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় আমাকে সভাপতি নির্বাচিত করাই কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

আরও খবর

Sponsered content