রাজশাহী

নন্দীগ্রামে করোনার নমুনা সংগ্রহের ‘ঝুঁকিমুক্ত’ বুথ চালু

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৬:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহে ‘ঝুঁকিমুক্ত’ বুথ স্থাপন করা হয়েছে। উপজেলায় এ নিয়ে দুটি নমুনার সংগ্রহের বুথ চালু হয়েছে। চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্তভাবে করোনার নমুনা সংগ্রহের বুথটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার। মঙ্গলবার থেকে পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ বুথটি স্থাপন করা হয়েছে। পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে শনিবার, সোমবার ও বুধবার এবং উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার করোনার নুমনা সংগ্রহ করা হবে। ফি সরকার নির্ধারিত ২০০ টাকা দিতে হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনার নমুনা সংগ্রহের সময় চিকিৎসক-নার্সদের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এতে অনেক স্বাস্থ্য কর্মী নমুনা সংগ্রহের কাজে যেতে ভয় পান। এই পদ্ধতির কারণে এখন আর কোনো ঝুঁকি থাকল না। ঝুঁকিমুক্তভাবেই স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করতে পারবেন।