রংপুর

নবাবগঞ্জে পেঁয়াজ চাষ বাড়ছে

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৮:১০:১৯ প্রিন্ট সংস্করণ

মো. আতিকুল ইসলাম চৌধুরী, নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ছে পেঁয়াজ চাষ। দেশে পেঁয়াজের ঘাটতি ও দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছে চাষিরা। এছাড়াও কম খরচে বেশি আয়ের উৎস হিসেবে পেঁয়াজ চাষকে বেছে নিচ্ছে তারা। সরেজমিনে উপজেলার ২নং বিনোদনগর ইউপি সদরের পেঁয়াজ চাষি মো. মোখলেছুর রহমানের পেঁয়াজ খেতে গিয়ে দেখা যায়, সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজেই পেঁয়াজ তুলে বস্তা ভর্তি করছেন তিনি। আবহাওয়া মেঘাছন্ন থাকায় দ্রুত কাজ করছেন সবাই।

পেঁয়াজ চাষি মোখলেছুর রহমান জানান, ৩ মাস আগে রংপুর থেকে মণপ্রতি ৩ হাজার ২শ টাকা দরে ৪ মণ ফরিদপুরী জাতের পেঁয়াজের বীজ এনে ১৮ শতক জমিতে পিঁয়াজ চাষ করেন। আশানুরুপ পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ ৯শ টাকা মণ দরে বিক্রি করছেন। কয়েক দিনের বৃষ্টির কারণে পেঁয়াজ উঠাতে প্রায় ৭ দিন অপেক্ষা করতে হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় আগামীতে আরো বেশি পরিমাণে পেঁয়াজ চাষ করবেন বলে জানান তিনি ।

একই এলাকার কৃষক মাহাবুর আলম জানান, পেঁয়াজের বাম্পার ফলন হওয়ায় সফল চাষি মোখলেছুর রহমানের দেখে আগামীতে অনেকেই পেঁয়াজ চাষ করবেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় পেঁয়াজের ভাল ফলন হওয়ায় গতবারের চেয়ে এবার পেঁয়াজ চাষ কয়েক গুণ হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নের চাষিরা পেঁয়াজ চাষ করছে। এর মধ্যে উপজেলার ২নং বিনোদনগর, ৭ নং দাউদপুর ও ৮নং মাহমুদপুর ইউনিয়নে পেঁয়াজ চাষ বেড়েছে।

গত ২০২০-২১ অর্থ বছরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা মাত্র ৫ হেক্টর নির্ধারণ করা হলেও সেই বার প্রায় ৮৮ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপন্ন হয়। এবার ২০২১-২২ অর্থ বছরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ১৪৫ হেক্টর নির্ধারণ করা হয়েছিল যার বিপরীতে উৎপন্ন হয়েছে ৯২ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার চাষিরা ফরিদপুরী, তাহেরপুরী ও গ্রীষ্মকালীন বারি ১ জাতের পেঁয়াজ বেশি চাষ করছেন। আগামীতে পেঁয়াজ চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by