দেশজুড়ে

নরসিংদীতে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে ”জীবাণুনাশক টানেল”

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৫:১৪:২৩ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম, নরসিংদী : করোনা ভাইরাস থেকে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে পুলিশ লাইন্স এবং পুলিশ অফিস, নরসিংদীর প্রবেশ পথে 'জীবাণুনাশক টানেল' এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম

প্রানঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে পুলিশ লাইন্স পুলিশ অফিস, নরসিংদীর গেইটেজীবাণুনাশক টানেলস্থাপন করা হয়। কোন ব্যক্তি উক্ত টানেলে প্রবেশের সময় লেজার সেন্সরের মাধ্যমে জীবাণুনাশক সক্রিয় হয়ে ৩৬০ ডিগ্রী এ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করা হবে।

এতে করে পোশাকে থাকা ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়া মরে যাবে। এছাড়াও এতে আছে স্যানেটাইজিং কার্পেট যা জুতায় থাকা ভাইরাস মেরে ফেলবেপর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিটে ''জীবাণুনাশক টানেল'' স্থাপন করা হবে

আরও খবর

Sponsered content

Powered by