দেশজুড়ে

নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু 

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৪:৩৪:১৫ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি  ঃ ঝালকাঠির নলছিটি উপজেলার খুলনা গ্রামের রুবেল নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছে। রবিবার রাতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে দাফন করে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রুবেল হাওলাদার ক্যাণ্সারে আক্রান্ত ছিলেন। 

করোনা উপসর্গ নিয়ে তিনি গত শনিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। রবিবার রাতে তার মৃত্যু হয়। রুবেল হাওলাদার নলছিটি উপজেলা খুলনা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

আরও খবর

Sponsered content