প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৮:০২:১৩ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। (বৃহস্পতিবার) বিকালে পৌর কার্যালয়ে এ উপলক্ষ্যে বাজেটোত্তর সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুল হুদা, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, শিক্ষক দিদারুল আলম। স্বাগত বক্তব্য দেন, বাজেট অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ সোলেমান।
প্যানেল মেয়র-২ মাওলানা জয়নাল আবেদীনর সঞ্চালনায় বক্তব্য দেন, পৌর প্রধান কর্মকর্তা নুরুল আবছার, কাউন্সিলরদের মধ্যে মোহাম্মদ আলী, গাজী আমান উল্লাহ, ওসমান গণি, মোহাম্মদ শাহজাহান, মোস্তফা কামাল, মাওলানা মোহাম্মদ ইয়াকুব, মাওলানা মন্জুর মিয়া আল কাদেরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছলিমা আকতার শিউলী, রহিমা বেগম, হাসিনা মমতাজ, বীরমুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ।