রাজশাহী

নাটোরে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন হস্তান্তর

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২০ , ৫:৩৫:১৯ প্রিন্ট সংস্করণ

নাটোর প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষে ও আত্মনির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় মেশিনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।

Powered by