প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৬:০৫:৫৪ প্রিন্ট সংস্করণ
চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন। সর্বানন্দ বড়ুয়া জীবনের ১০৪ টি বছর পার করেছেন তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বড়ুয়া পাড়ার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। বার্ধক্যে নুয়ে পড়েছেন তবুও মনের জোরে নাতির কাঁধের চরে আসলেন ভোট কেন্দ্রে ভোট দিতে।
মঙ্গলবার (২১মে) সকাল ১০টায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদানের পর কথা হয় বৃদ্ধ সর্বানন্দ বড়ুয়ার সাথে,তিনি বলেন বয়স বাড়ায়, পায়ে জোর না থাকায় তেমন করে হাঁটতে পারছি না। তাই নাতিকে নিয়ে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে এসেছি। জীবনের শেষ প্রান্তে এসেও নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তিনি।
জানালেন যতদিন এই ভুবনে বেঁচে থাকি ততদিন পর্যন্ত ভোট প্রয়োগ করে যাবো। সর্বানন্দ বড়ুয়া কে কেন্দ্রে নিয়ে আসা তার নাতি সুদত্ত বড়ুয়া বলেন, দাদুর আবদার আর আগ্রহে ভোট কেন্দ্রে এসেছি। তিনি তেমন করে ঠিক মত কথা বলতে পারেন না। এই পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি ভোট দিতে এসেছেন এবারেও শেষ বয়সে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হাজির হয়েছে।কেন্দ্রের প্রিজাইডিং অফিসার চন্দন শীল ভোটের পরিবেশ নিয়ে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এদিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ও লামা দুই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন, তোফাইল আহামদ ও মোহাম্মদ শফিউল্লাহ।
ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল উদ্দিন ও শাহ জাহান কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী রাশেদা বেগম, শামীমা আক্তার, সানজিদা আক্তার ও হামিদা চৌধুরী। অন্যদিকে লামা উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন, মো. মোস্তফা জামাল ও জাকের হোসেন মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে মো. জাহেদ উদ্দিন, প্রদীপ কান্তি দাশ, মো. সাইদুর রহমান ও মো. আব্বাস উদ্দিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোলতানা নাজমা, বৈশালী বড়ুয়া ও মিল্কি রানী দাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।এবারে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৬টি ভোট কেন্দ্রে ১৩০টি ভোটকক্ষের বিপরীতে ৪৫ হাজার ২৭৯ জন ভোটার এবং লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে ২২৩টি ভোটকক্ষের বিপরীতে ৮২ হাজার ৩ জন ভোটার ভোট প্রদান করবেন।
অন্যদিকে দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিপুল সংখ্য র্যাব বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।