চট্টগ্রাম

রামগঞ্জে ভূমিহীনদের আবাসন নির্মান শুরু

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ৯:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশের ন্যয় রামগঞ্জে ৭০ জন ভূমিহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্প ২ এর অধীনে লামচর কাউনিয়ায় প্রতিটি পরিবার জন্য ১লাখ, ৭০ হাজার টাকা ব্যয়ে দুইটি বেড রুম, একটি বারান্দা, একটি টয়লেট, রান্না ঘর সহ ৭০ ভূমিহীন পরিবার পাকা ঘর নির্মান চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আবাসন নির্মান পরিদর্শন করেন এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)দিলীপ দে, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জুয়েল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান,মাননীয় প্রধান মন্ত্রীর এ উপহার ভূমিহীনদের,যার কারণে আশ্রয়ন প্রকল্প নির্মান শতভাগ সঠিকভাবে হতে হবে। কোন অনিয়ম করার সুযোগ কেউ পাবে না।

তিনি জানান ইতিমধ্যেই অনৈতিক সুবিধা বঞ্চিত ব্যক্তিরা আশ্রয় প্রকল্প বরাদ্দ নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার শুরু করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধাপে ধাপে অত্র উপজেলার সকল গৃহহীনদের পূর্নবাসন করবেন।

 

আরও খবর

Sponsered content

Powered by