প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২১ , ৬:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বর্তমান প্রেক্ষাপটে নারী স্বাধীনতার স্বরূপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের এম.এ শেষ বর্ষের ছাত্রী আফিয়া মোরছালিম। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব গোপালগঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারী স্বাধীনতার নামে অশ্লীলতা বর্জন করতে হবে।
যারা কথায় কথায় উচ্চ কন্ঠে নারী স্বাধীনতার কথা উচ্চরণ এবং নারীকে ভোগ্যপণ্য হিসেবে সমাজে উলঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে চান নিঃসন্দেহে তারা নারী সমাজের বিশাল ক্ষতি করছেন। উগ্রবাদী এসব নারীদের হাত থেকে বিশ্বের গোটা নারী সমাজকে রক্ষা করতে হবে।
পাশাপাশি একজন পুরুষ যে ধরনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে নারীদের ক্ষেত্রেও একই ভাবে তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই প্রকৃতপক্ষে নারীর উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন। নবীন লেখক ও ঔপান্যাসিক আফিফা মোরছালিম সংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অপনাদের মাধ্যমে বিশ্বের নারী সমাজের কাছে আমার এ বার্তাটি পৌছে দিতে আগ্রহী। আমি আপনাদের সহযোগিতা চাই।