রাজশাহী

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সর্বস্তরের মানুষের উন্নয়ন স্পর্শ করেছে: নওগাঁ জেলা প্রশাসক

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৮:০৯:০৩ প্রিন্ট সংস্করণ

 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সর্বস্তরের মানুষের উন্নয়ন স্পর্শ করেছে। তিনি আরো বলেন, আশ্রয়ণ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ রক্ষা, পল্লী সঞ্চয় ব্যাংক, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

 

আরও খবর

Sponsered content

Powered by