ঢাকা

নিখোঁজের ৬ দিন পর জঙ্গলে মিলল অটোরিকশা চালকের লাশ

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১ , ৭:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

শ্রীপুর, গাজীপুর সদর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ছয় দিন পর শামীম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মাওনা-কালিয়াকৈর সড়কের হাসিখালি ব্রিজ সংলগ্ন গজারী বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অটোরিকশা চালক শামীম বারতোপা গ্রামের বাসিন্দা। তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেচানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, গত ২০ ডিসেম্বর সকালে শামীম অটোরিকশা নিয়ে বের হন। সন্ধ্যায় সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করেন। রোববার দুপুরে গজারী বনের ভেতর কিছু লোক লাকড়ি সংগ্রহ করতে গেলে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ মফিজ মল্লিক বলেন, লাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাকে হত্যা করে অটোরিকশা চুরি করেছে সংঘবদ্ধ চক্র।

আরও খবর

Sponsered content