রাজশাহী

শিবগঞ্জে চারাগাছ নিয়ে মাদক বিরোধী শপথ

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ৯:০৬:০২ প্রিন্ট সংস্করণ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শিবগঞ্জ উপজেলার অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসায় শুক্রবার শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে ভ্রাম্যমাণ ভ্যানে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে চারা বিতরণ করেন।

এসময় শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ নেন। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মোহনা টিভির বগুড়া জেলা প্রতিনিধি আতিক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুর রাহাত প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by