প্রতিনিধি ২৭ জুন ২০২১ , ৭:৩২:৪৩ প্রিন্ট সংস্করণ
নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত অর্থে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উদ্বোধন শেষে এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দশ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও ইউএনও জয়া মারীয়া পেরেরা।
এছাড়াও অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে মসজিদ ও মন্দিরের অনুকুলে বরাদ্দকৃত অর্থের দুই লক্ষ পয়ত্রিশ হাজার টাকার চেক এবং খাদ্য মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে দুই লক্ষ ষাট হাজার টাকার চেকও বিতরণ করা হয়। ইউএনও’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী বর্তমান করোনা প্রতিরোধে পাড়ায় পাড়ায় গঠিত করোনা প্রতিরোধ কমিটির প্রতি করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সকল ইউপি চেয়ারম্যানগণ ও করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।