দেশজুড়ে

মাদারীপুরে আম কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রির দায়ে জরিমানা, ২দোকান সিলগালা

  প্রতিনিধি ৬ মে ২০২০ , ৪:২৫:১৪ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : অপরিপক্ব আম কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি হচ্ছে, গোপন সুত্রে খবর পেয়ে আজ দুপুরে র‌্যাব এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে মাদারীপুরের ভুরঘাটায়  দুই আমের আড়তে অবস্থাননেয় র‌্যাব পরক্ষনে কালকিনি র্নিবাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন

সময় দুই  আড়তে অভিযান চালিয়ে ১৬শ'কেজি কার্বাইড দিয়ে পাকানো আম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত এতে মাহিয়া ফল ভান্ডার এর ১হাজার কেজি আম জব্দ সহ মালিক মহিউদ্দিন হাওলাদারকে ৭৫ হাজার টাকা জরিমানা পালাতক এমদাদ হোসেন এর মের্সাস মুন্সী বানিজ্যলয় এর ৬শ'কেজি আম জব্দ করা সহ  দুই দোকান সিলগালা করে দেওয়া হয় সময় অন্য আড়ৎ দাররা দোকান বন্ধ করে পালিয়ে যান পরক্ষনে আম গুলি একটি পিকআপ ভ্যানের চাকার নিচে পিষ্ট করা হয়

মাহিয়া ফল ভান্ড এর মালিক মহিউদ্দিন হাওলাদার বলেন,আমাদের কাছে সাতক্ষিরা থেকে আম পাঠিয়েছে ,আমরা কমিশনে আম বিক্রি করি পূর্ণ পাকা না হলে আর বিক্রি করবো না

র‌্যাব এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আইনি পন্থায় অভিযান পরিচালনা করেছি আগামিতেও অভিযান অব্যাহত থাকবে

ভ্রাম্যমান আদালতের র্নিবাহী ম্যাজিষ্ট্রেট,কালকিনি র্নিবাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি সাতক্ষিরা জেলায় কথা বলেছি ওখানে এখও আম বিক্রির জন্য সরকারী ভাবে অনুমতি হয়নি আম গুলি এখনও অপরিপক্ব আছেতাই কিছু সাধু ব্যাবসায়ি বেশি লাভের আশায় অপরিপক আম কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করছে এগুলি খেলে আমাদের সবাই কে বিপদে পড়তে হবে যা জনস্বাস্থেও জন্য হুমকি তাই সমস্ত ব্যাবসায়িদেও আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by