প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৬:০৯:৩৯ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নৈতিক ও আত্বিকভাবে আমাদের স্মার্ট হতে হবে উল্লেখ করে বলেন, প্রযুক্তি মানুষকে স্মার্ট করে। যুবকদের দক্ষ হওয়ার পাশাপাশি নৈতিক গুণাবলি অর্জন করতে হবে।
আজকের যুবরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। এ জন্য সকলকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। যুবাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা জনশক্তিতে পরিণত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুবাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে এবং তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চিন্তা করছেন রোবটিক সোসাইটি। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। যুব সমাজকে রক্ষা করতে আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি বলেন, আজকে দিনাজপুরে কোন চাঁদাবাজী নেই। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছেন। মানুষের উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা জনগনকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ জুলাই সোমবার দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল হতে যুব সংগঠনের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরের অনুদানের চেক বিতরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। ১৬টি যুব সংগঠনের মাঝে ৮ লাখ ২৫হাজার টাকার চেক বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক রওনাকুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার মামুন হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, এমবিএফ হানির পরিচালক মোসাদ্দেক হোসেন প্রমুখ। সঞ্চালনে ছিলেন ভাবনার পরিচালক মোস্তাফিজুর রহমান রুপম।