দেশজুড়ে

নোয়াখালীর হাতিয়ায় সরকারি দপ্তরে আ’লীগ নেতার পিপিই হস্তান্তর

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:০৫:২১ প্রিন্ট সংস্করণ

দিদারুল আলম, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি বিভিন্ন দপ্তরে আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলী রাতুলের পক্ষ থেকে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। 

মাহমুদ আলী রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান জানান, গত কয়েকদিন থেকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হাতিয়া থানায় সংশ্লিষ্ট কর্মকর্তদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, মাক্স, হ্যান্ডস্যানিটাইজার। 

তিনি জানান, হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাজিম উদ্দিনের কাছে চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই, মাক্স, হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের কাছে উপজেলাপ্রশাসনের জন্য এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরের কাছে পুলিশ সদস্যদের জন্য পিপিই, মাক্স, হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করা হয় বলে ।

আরও খবর

Sponsered content

Powered by