ময়মনসিংহ

বকশীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৬:২৫:৫০ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মুনমুন জাহান লিজা।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন,মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই-এর উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল বুুুধবার (০৯ নভেম্বর) উপজেলা পরিষদ চওরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় অংশগ্রহণমূলক ও অন্ততর্ভুক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এ ৪ (চার) ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সরকারি-বেসরকারী অফিসসমূহ, ডিজিটাল সেন্টার, উদ্যোক্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ তাদের সেবা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by