বরিশাল

পটুয়াখালীতে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার সময় পটুয়াখালী জেলার সদর থানার বিসিক শিল্প নগরী মাঝগ্রাম ও লাউ কাঠি এলাকায় অভিযান পরিচালনা করে ধার্য্য মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া এবং পণ্যের মোড়ক সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রমাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে: মোঃ রেজাউল করিম (৬৫) কে ৬০০০ টাকা, মোঃ খলিলুর রহমান (৫২)কে ৩০,০০০ টাকা এবং মোঃ আনোয়ার হোসেন (৫০)কে ৪,০০০ টাকা সহ সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪০ ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম জানান।