ময়মনসিংহ

বকশীগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৭:০৫:১৮ প্রিন্ট সংস্করণ

মতিন রহমাান,বকশীগঞ্জ(জামালপুুর)প্রতিনিধিঃ

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ পালিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর)সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনসচেতনতা বাড়াতে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন,কনসালটেন্ট ডাঃ রহুল আমিন, ডাঃ মাইনুুল ইসলাম,ডাঃ রাশেদুুল ইসলাম পাভেল,ডাঃ রাকিবুল ইসলাাম,ডাঃ রিয়া সাহা,ডাঃ শাারমিন,ডাঃ আদিবা জাাহান সহ আরো অনেকে।

সংক্ষিপ্ত সভায় ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে কায়িক পরিশ্রমের পাশাপাশি খাদ্য অভ্যাস পরিবর্তনের আহবান জানিয়ে বক্তারা বলেন, যান্ত্রিক জীবনের কারণে আমাদের হাটাচলার অভ্যাস কমে গেছে। একই সাথে মারাত্মকভাবে শারিরীক পরিশ্রমে মাত্রা কমে এসেছে। যার কারণে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের প্রার্দভাব বাড়ছে। শরীরকে সুস্থ রাখতে হলে কায়িক পরিশ্রমের সাথে খাধ্যাভাসের পরিবর্তন করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by