দেশজুড়ে

পণ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৮:০৪:০৮ প্রিন্ট সংস্করণ

পণ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটে ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের সদর বাজারের মেইন রোড দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার করেন।

জরিমানা করা প্রতিষ্ঠান তিনটির মধ্যে রয়েছে, শহরের নাগের বাজার এলাকার সুমন বেকারি ৫০ হাজার টাকা, বাপ্পি স্টোরকে ১ হাজার ও শৈলেন্দ্রনাথ স্টোর কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমাসহ পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরিসহ নানা অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।