চট্টগ্রাম

পতেঙ্গায় গৃহবধুর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৬:০৮:৪০ প্রিন্ট সংস্করণ

পতেঙ্গায় গৃহবধুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর স্বামী পলাতক আছেন। পুলিশের ধারণা, স্বামীই তাকে খুন করে পালিয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম নাসিমা আক্তার। তিনি একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচের যোগান হতো। গতকাল দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটিও অনেকদিন আগের, প্রায় গলিত। ময়নাদতন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।’

আরও খবর

Sponsered content