চট্টগ্রাম

পতেঙ্গা হবে আধুনিক ক্লিন ও নিরাপদ সমুদ্র সৈকত : চসিক মেয়র

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৬:৩৭:৪৯ প্রিন্ট সংস্করণ

পতেঙ্গা হবে আধুনিক ক্লিন ও নিরাপদ সমুদ্র সৈকত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী পতেঙ্গা সমুদ্র সৈকতকে নিরাপদ আধুনিক ও পরিচ্ছন্ন সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলার লক্ষে আগাচ্ছি। পর্যটকদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ক্লিন ও গ্রীণ সৈকত হিসেবেও এটা গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ করছে চসিক। সরকার এবং স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পতেঙ্গা সী-বীচ পরিদর্শনে শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নারী ট্যুরিস্টদের সুবিধার কথা চিন্তা করে তাদের জন্য পৃথক টয়লেট নির্মাণ করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধিতে বীচ আলোকায়ন করা হবে। বীচকে পরিস্কার ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন করা হয়েছে। ধারাবাহিকভাবে পুরো বীচ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিন স্থাপন করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পুলিশ, আনসার নিয়োগ দেয়া হবে।‘

এরপর মেয়র ডা. শাহাদাত হোসেন ৪১নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বিমানবন্দর সড়কের পাশে ১৫নম্বর এলাকায় বিএনআরআরবির সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় চসিকের সাবেক কাউন্সিলর নুরুল আবছার, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, মো. আলী, প্রকল্প পরিচালক আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা ও মেয়রের একান্ত সহকারী মারুফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content