রংপুর

কুড়িগ্রামের বন্যার্তদের জন্য আর্থিক অনুদান দিলেন দিনাজপুরের উদ্যোক্তারা

  প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৮:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : কুড়িগ্রামের বানভাসী মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ। ঈদ-উল আযহার পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য অগ্রিম সংগৃহিত অর্থ বুধবার দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের মাধ্যমে কুড়িগ্রামের পাঠানোর জন্য দেয়া হয়।

নির্বাহী অফিসারের হাতে এ অনুদান তুলে দেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গের পরিচালক সম্পা দাস মৌ। এ সংগঠনের প্রধান উপদেষ্টা হলেন সহিদুর রহমান পাটোয়ারী মোহন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গের মডারেটর শাকিলা আফরোজ রিপা, সায়কা ইয়াসমিন এলিন, রতনা খোকন, তৌহিদ মুরসালিন, শাহিন আলম, রুনা ইয়াসমিন, সদস্য আমির হোসেন, জাহিরুল ইসলাম, শাহানাজ পারভিন, মাহেদ্বীন রহমান উর্মি, কৃষ্ণা কর্মকার, হোসনে আরা পারভীন, এ আর রুবি, শারমিন জাহান প্রমুখ।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এ সময় বলেন, মানুষ মানুষের জন্য। প্রতিটি মানুষের সুখে দুঃখে এভাবে যারা এগিয়ে আসবে তারাই মানবতার উর্ধ্বে থাকবে। দিনাজপুরের উদ্যোক্তাবর্গের পরিচালক সম্পা দাস মৌ বলেন, মানবতার দৃষ্টিকোন থেকেই আমাদের এই অর্থ আমরা বন্যার্তদের জন্য দিয়েছি। আমরা আগামী ঈদুল আযহা উপলক্ষে পুর্নমিলনী অনুষ্ঠান বাতিল করে এ অর্থ দিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by