দেশজুড়ে

পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তায় মিরসরাই প্রেসক্লাব

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৩:১৬:৪৪ প্রিন্ট সংস্করণ

মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে হকারদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন।

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু বলেন, করোনা ভাইরাসের মহামারির কারণে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আর্থিক সংকটে ভুগতেছে। বিত্তশালীরা অসহায়দের সহায়তা করলেও হকারদের কেউ খোঁজ রাখেন না। তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে হকারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। রবিবার মিরসরাই ও বারইয়ার এলাকার প্রায় ৪৫ জন হকারকে চাল, আলু, তেল, ছোলা সহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content