দেশজুড়ে

পর্যটকদের ভীড় বান্দরবানে, বুকিং শতভাগ হোটেল মোটেল রিসোর্টে

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ

পর্যটকদের ভীড় বান্দরবানে, বুকিং শতভাগ হোটেল মোটেল রিসোর্টে

শীতের হীমেল আমেজে পরিবার পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে প্রকৃতির রূপে নিজেকে রাঙ্গিয়ে তুলতে,ঘড়ির কাটা ধরে চলা প্রাত্যহীক ব্যাস্ততম জীবনে খানিকটা অবসরের সময়কে স্মৃতিময় করে রাখতে    দেশের বিভিন্ন জেলার দুর দুরান্ত হতে হাজারো পর্যটকের সমাগম হয়েছে পাহাড়,ঝর্ণা আর প্রাকৃতিক রূপ লাবণ্যে ঘেরা পাহাড় কণ্যা বান্দরবানে।

জেলার অন্যতম দর্শনীয় পর্যটন স্পট মেঘলা,নীলাচল,নীলগিরি,শৈল প্রপাত,প্রান্তিক লেক,চিম্বুক,ডিম পাহার সহ আরো বেশ কয়েকটি পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।

জেলার আবাসিক হোটেল গুলোর রিসিপশনে রুম বুকিং দিতে অপেক্ষা করতে দেখা যায় ভ্রমণে আশা পর্যটকদের।

এছাড়া বড়দিন উপলক্ষে আগত পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল গুলো সাজানো হয়েছে।

বড় দিন, সাপ্তাহিক ছুটি থাকার কারনে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে জেলার হোটেল মোটেল রিসোর্ট গুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে।

সুদুর নওগাঁ জেলা হতে পরিবার পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে ৫৫ জন সদস্য নিয়ে ওবায়দুল আলম এই ছুটিতে পিকনিক উদযাপনের জন্য এসেছেন বান্দরবানে।নীলাচল,নীলগিরি,মেঘলা সহ ঘুরছেন বিভিন্ন পর্যটন স্পটে,বিশেষ করে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবন যাপন ও তাদের ঐতিহ্য তাদেরকে মুগ্ধ করেছে।ঘুরতে এসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানালেন আগত এই পর্যটক।

এদিকে সাপ্তাহিক ছুটি ও বড়দিন উপলক্ষে বান্দরবানে ঘুরতে আশা পর্যটক জুবায়ের জানালেন বান্দরবানে এর আগেও এসেছেন তবে এ বার জেলায় ঘুরতে এসে নিরাপত্তার বিষয়টি খুবই ভালো লাগছে।

ঘুরতে আশা পর্যটক জানালেন বান্দরবানের পর্যটন আমাদের দেশের সম্পদ,এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার,তাই নিরাপত্তার বিষয়ে সকলের উচিত নিয়ম কানুন মেনে চলা।

ঘুরতে আশা পর্যটক দম্পতি জানালেন স্বামী,ভাই,ভোন সহ পরিবার পরিজন নিয়ে বান্দরবান ঘুরতে এসে খুবই আনন্দ উপভোগ করছেন।আশার সময় রাস্তার দুই পাশের সৌন্দর্য সহ যোগাযোগ ব্যবস্থার প্রশংসা করে এই পর্যটক জানালেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বান্দরবান ওয়ান অব দ্যা বেস্ট।

ঘুরতে আশা পর্যটক জানালেন শীতের এই সময়ে চাঁদের গাড়ি করে বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলেতে ঘুরাটা খুবই উপভোগের,এছাড়া নীলাচল ও নীলগিরিতে  পাহাড় থেকে মেঘ দেখার আনন্দটা অসাধারণ।

এদিকে দীর্ঘদিন পর জেলায় আশানুরূপ  পর্যটকের সমাগম হওয়ায় হোটেল মোটেল রিসোর্ট গুলো এখন কানায় কানায় পূর্ণ, 

সন্তুষ্টির  কথা জানিয়ে হোটেল ডি-মোর এর অপারেশন ম্যানেজার ডমেপ্রু মারমা জানালেন দীর্ঘদিন পর আমরা অনেক বেশি বুকিং পাচ্ছি,আগের তুলনায় আমরা অনেক আশাবাদী,তিনি জানালেন সাপ্তাহিক ছুটি, বড়দিন সহ সামনে ইংরেজি নতুন বছর উপলক্ষে বান্দরবানে পর্যটকের আগমন বাড়বে।

এদিকে জেলায় বিপুল সংখ্যক পর্যটকের আগমনের বিষয়ে হোটেল মোটেল রিসোর্ট ওনার্স এক্সোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন জানালেন সাপ্তাহিক ছুটি ও বড়দিন উপলক্ষে বান্দরবানের হোটেল মোটেল ও রিসোর্টে শতভাগ বুকিং হয়েগেছে এবং ইংরেজি নতুন বছরে এই সংখ্যা আরো বাড়বে।

তিনি জানান পর্যটন খাতে বিগত চার বছরে  ১৮ হাজার পাঁচশত কোটি টাকার ক্ষতি হয়েছে যা থেকে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৩শত কোটি টাকা।ক্ষতি পুশিয়ে নেয়া সম্ভব না হলেও জেলায় পর্যটক ভ্রমণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পর্যটন শীল্পের নির্ভরশীল ৮০ শতাংশ মানুষের জীবন ও জীবিকার অস্তিত্ব টিকে থাকবে।

এদিকে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের পক্ষ হতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।পর্যটন কেন্দ্রর আশেপাশে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে সাদা পোশাকে পুলিশ সদস্য গন।

ট্যুরিস্ট পুলিশ,বান্দরবান জোনের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া  বলেন,বিপুল সংখ্যক পর্যটক সমাগম কে কেন্দ্র করে তাদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন,আগত পর্যটকদের ভ্রমণের  নিরাপত্তা দিতে আমরা সদা প্রস্তুত। 

শীতের এই মৌসুমে সাপ্তাহিক ছুটি, বড়দিন আর কয়েক দিন পর ২০২৪ কে বিদায় জানিয়ে নতুন বছরের শুরুর এই সময়টাতে আশানুরূপ পর্যটকের পদচারণায় মুখরীত থাকবে বান্দরবান জেলার পর্যটন স্পটগুলো।

বিগত সময়ে পর্যটন খাতের ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না হলেও বিপুল পর্যটকদের আগমনে খানিকটা স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্টদের মনে।তারা আশা প্রকাশ করেন জেলার পর্যটন খাতকে টিকেয়ে রাখতে পর্যটকদের নিরাপত্তা জনিত কারণে জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণের পথকে সুগম করতে খুব অল্প সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করবে সরকার। 

আরও খবর

Sponsered content