দেশজুড়ে

পাঁচবিবিতে কৃষকের ধান কেটে দেয় ছাত্রলীগ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৭:৫৬:৩৪ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে কৃষকের ক্ষেতের বোরো ধান ঘরে তুলতে শ্রমিক সংকটে পড়েছে তাঁরা মহাবিপদে। ঠিক সেই মহুর্তে ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দ্রীর পণিল কুমার কৃষকের প্রায় ২ বিঘা জমির পাকা ধান ছাত্রলীগ নেতাকর্মিরা কেটে মাথা ও পিঠে করে পৌছে দিলেন কৃষকের বাড়িতে। বৃহস্পতিবার সকালে ছাত্রদের এমন কর্মকান্ডে বেশ খুশি এলাকার কৃষকসহ জনসাধারন। কাদা পানি ভরা কৃষকের ক্ষেতের ধান কেটে দেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বককর সিদ্দিক রেজা, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রকি ও পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান শুভসহ স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্মিরা। জেলা ছাত্রলীগ সভাপতি রাজা বলেন, কৃষকদের ক্ষেতের পাকা ধান ঘরে না উঠা পর্যন্ত জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা কৃষকদের ধান কাটা সহ যেকোন দুর্যোগে পাশে থাকবে নেত্রীর নির্দেশে।

আরও খবর

Sponsered content

Powered by