রাজশাহী

পাঁচবিবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৫:৩৪:০২ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আবারও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বেসরকারী এনজিও সংস্থা বন্ধন পাঁচবিবি শাখার উদ্যোগে উপজেলার ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন বন্ধনের সভাপতি মোনোয়ার হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক শেখ সেফায়েতুল্লাহ ও পরিচালক প্রশাসন বিপ্লব চৌধুরী প্রমুখ।