প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৫:৩০:৩৮ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এখন নবাগত নির্বাহী অফিসার মো. বরমান হোসেন। সদ্য পাঁচবিবির বিদায়ী ইউএনও নাদিম সারওয়ার অতিরিক্ত জেলা প্রশাসকের পদোন্নতি পেয়ে নাটোর জেলায় যোগদান করেন। গত সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদায়ী ইউএনওর নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। বুধবার সকাল থেকে যথারীতি নবাগত ইউএনও হিসাবে দায়িত্ব পালন আরম্ভ করেন মো. বরমান হোসেন। পাঁচবিবির বিদায়ী ইউএনও নাদিম সারওয়ার ও নবাগত ইউএনও বরমান হোসেনের দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম, এম আশিক রেজা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোসা. নূর-এ-শেফা, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকৌশলী রায়হান শরীফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল হাই মাষ্টার, পৌর আ.লীগের সভাপতি এস, কে আব্দুল হক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এটিএম জাহিদুল ইসলাম রানা, ও মোজাফ্ফর হোসেন সাজা, বণিক সমিতির আহসান হাবিব প্রমুখ।