রাজশাহী

পাঁচবিবি ইমারত শ্রমিক ইউনিয়নের সভা

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:১৭:২৪ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মো. ছায়েম উদ্দিন সরদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না অনুষ্ঠানের উদ্বোধন করেন। পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম ও ইমারত শ্রমিক ইউনিয়নের সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content