চট্টগ্রাম

পাঁচলাইশে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা গুনলো আগোরা

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০০:৪১ প্রিন্ট সংস্করণ

পাঁচলাইশে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা গুনলো আগোরা

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় চট্টগ্রাম বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যেগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে আফমি প্লাজায় অবস্থিত আগোরা লিমিটেডকে আমদানিকৃত ম্যানুয়াল টুথ ব্রাশ, ডিসপোজেবল বেবি ডায়াপার, ওয়েট ওয়াইপস পণ্যের অনুকূলে সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার এর নেতৃত্বে পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এসময় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা রিগ্যান বৈদ্য, সহকারী পরিচালক (সিএম) মো. খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও পরিদর্শক (মেট) মো. মামুনুর রহমান অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই সূত্রে জানা যায়।