রংপুর

সাদুল্যাপুরে উন্নত পাট চাষে প্রশিক্ষণ

  প্রতিনিধি ১ জুন ২০২১ , ৬:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে উন্নতমানের পাট চাষের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একশত কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার দিনভর সাদুল্যাপুর পাইলট উচ্চ বিদ্যালয় হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ, রংপুর বিভাগ পাট উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সোলায়মান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।

প্রশিক্ষাণার্থীদের উচ্চ ফলনশীল উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ তোষাপাট চাষ পদ্ধতি, বীজ সংগ্রহ ও বপন, সার-বালাইনাশক প্রয়োগ, পাট কর্তন ও পচানোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

আরও খবর

Sponsered content

Powered by