ঢাকা

পাংশায় আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২২ , ৭:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা আনসার ও ভিডিপি আয়োজনে উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০মার্চ) সকাল ১১ টায় রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছা. রোকেয়া বেগম, উপজেলার কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা শাহেদা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সামজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলার আনসার ও ভিডিপির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশের শুরুতেই সকল আমন্ত্রণ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা করা হয়। এছাড়াও আনসার ও ভিডিপি সদস্যদের কাছে বিশেষ অবদান রাখায় ৫ জনকে বাইসাইকেল, ২ জনকে সেলাই মেশিন ও ২০ জনকে ছাতা প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content