দেশজুড়ে

পাইকগাছায় দখল কারিদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৭:৪৫:০৩ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : 

পাইকগাছা প্রেসক্লাবে অসহায় আমান উল্লাহ সরদার (খোকন) ভুমি দস্যু, অবৈধ দখলবাজ গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা শিক্ষক  আবুল কাশেম ও তার পরিবারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে।

মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আমান উল্লাহ সরদার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার উত্তর গড়ের আবাদ গ্রামের আঃ রহিম কমলাপুর মৌজায় ৮০-৮১ সালে ২৪২ নং কেসে ৬ বিঘা জমি বন্দোবস্ত পান। রহিম সেই জমি মুজিবুর রহমান, হাকিম মোল্লা গংদের কাছে ৫০ শতক জমি বিক্রয় করেন।তারা ক্রয় করার পর থেকে কোন দিন ভোগ দখল করেন নাই। আবুল কাশেম মুজিবুর রহমান গংদের নিকট থেকে জমি ক্রয় করে দলিলে চৌদি কৃত জমিতে ভোগ দখল না করে আমার পয়ত্রিক ও ক্রয়কৃত ৫০থেকে ৬০বছর দখলীয় জমিতে  সু কৌশালে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে  দখল চেষ্টা করছে। এ জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলছে।সে এ অন্যায় আবদার টিকে না থাকতে পেরে তার সন্তানরা দুদুক সহ  বিভিন্ন দপ্তরে চাকরির সুবাদে স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুল করিমের  নামে ভুল ঠিকানা দিয়ে দুদুক দপ্তরে  মিথ্যা ভিত্তিহীন ষড় যন্ত্র করে হয়রানী করছে।এমনকি এলাকার মানুষ তাদের কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে।   প্রসাশনের জরুরী হস্তক্ষেপ সহ দুশিদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানান অসহায় আমানউল্লাহ খোকন।

আরও খবর

Sponsered content