প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ৪:১৫:২০ প্রিন্ট সংস্করণ
পাইকগাছায় আগামী ২০ অক্টোবর শারদীয় দূর্গ উৎসব উপলক্ষে মন্দ্রিরের সভাপতি সম্পাকদের নিয়ে নিরপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় পাইকগাছা থানা চত্বরে এ মত বিনিময় সভা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিরপত্তা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, বিশেষ অতিথি পূজা উৎযাপন কমিটির সভাপতি সমিরোণ কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তুপ্তি রজ্ঞন সেন, প্রান কৃষ্ণ দাশ, বক্তব্য রাখেন, শিক্ষক মোরয়ারী মোহন সরকার, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরকার, শংকর দেব নাথ, উত্তম সাধু, সুনিল মন্ডল,সাংবাদিক বি সরকার, সুরঞ্জন চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, পলাশ বাছাড়, বিদ্যুৎ বিশ্বাস, রামপ্রসাদ সাধু,কালিপদ বিশ্বাস, তরুণ কান্তি সরকার, অধীর কৃষ্ণ মন্ডল,কনক চন্দ্র তরফদার,বিপ্লব কান্তি মন্ডল সহ ১৫৫ টি পূজা মন্দ্রিরের সভাপতি সম্পাদক।
এবছর পাইকগাছা ও পৌরসভায় ১৫৫ টি পূজা মন্দ্রিরে দূর্গ পূজা হচ্ছে। পৌর সভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি কপিলমুন ইউনিয়নে ১৯ টি, লতা ১৪ টি সোলাদানা ইউনিয়নে ১২ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাড়ুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি, গড়ুইখালী ইউনিয়নে ১৩ টি মোট ১৫৫ টি।