খুলনা

পাইকগাছায় নবাগত জজ মোঃ মোরশেদুল আলম যোগদান

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৫:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা( খুলনা)  প্রতিনিধিঃ

পাইকগাছায় বিজ্ঞ সিনিয়র সহকারী নবাগত জজ মোঃমোরশেদুল আলম আদালতে যোগদান -পরে  আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। গতকাল দুপুরে আইনজীবী সমিতির কার্যালয় সমিতির সভাপতি পংকজ ধরের সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক  শেখ তৈয়ব হোসেন নুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়  সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আদালতের নবাগত সিনিয়র সহকারী জজ মোঃমোরশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম।বক্তব্য রাখেন জি এ আব্দুস সবুর জিএম আব্দুস সাওার,সুক্যাণ কুমার সানা,অজিৎ কুমার মন্ডল,মোঃশফিকুল ইসলাম কচি,শেখ আব্দুর রশিদ, অবনী মোহন সানা,জি এম আককাজ আলী, আবুল কালাম, জিও রঞ্জন, প্রশান্ত মন্ডল, অমিত মন্ডল, সুকান্ত রায়,দিপাংকর সাহা,সমীর বিশ্বাস, এফ এম এ রাজ্জাক চিত্তরঞ্জন, সুরেশ সাহ, শেখ আবুল কালাম আজাদ ওমুজিবুর রহমান।

আরও খবর

Sponsered content