আন্তর্জাতিক

রুশ ঘাঁটিতে কুপিয়ে-গুলি করে ৩ সেনা সদস্যকে হত্যা

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১১:৫৫:০৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
রাশিয়ার একটি সেনাঘাঁটিতে দুই সেনা সদস্যকে হত্যা করে পালিয়ে গেছে দেশটির এক সেনা সদস্য। ঘটনাটির তদন্তকারীদের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভরোনেজ শহরের কাছে এক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া সদস্য প্রাইভেট অ্যান্তন মাকারোভের খোঁজে তল্লাশি শুরু করেছে দেশটির সেনাবাহিনী। 

সোমবার (৯ অক্টোবর) প্রাইভেট অ্যান্তন মাকারোভ এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে হত্যার পর তার পিস্তল ছিনিয়ে নেন। এরপর আর তা দিয়ে গুলি ছুড়ে বাকি দুই সেনা সদস্যকে হত্যা করা হয় বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনার সময় চতুর্থ আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কী কারণে ওই সেনা সদস্য কেন হামলার ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে রুশ সেনাবাহিনীর তদন্ত কমিটি (এসকে) জানিয়েছে, পলাতক সেনা সদস্যের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, পলাতক সেনা সদস্যকে খুঁজতে ওমোন ও সোবোর নামের বিশেষ বাহিনীর শত শত সদস্য তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content

Powered by