প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২১ , ৯:৩১:২৭ প্রিন্ট সংস্করণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ, এতিম ও অসহায় শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৌরসভার হোসনেয়ারা মাহতাব হাফিজিয়া মাদ্রাসা, বাসস্ট্যান্ড কারীমিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসা, রাড়–লী আল-হেরা মাদ্রাসা ও শিববাটী আশ্রয়ণ প্রকল্পের এতিম, দুস্থ ও অসহায় শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের মাঝে খাবার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ।